ব্যাংকের আশপাশে ওত পেতে টাকা উত্তোলনকারীকে ধরত তারা
ব্যাংকের আশপাশে ওত পেতে থাকেন তারা। টার্গেট বড় অঙ্কের টাকা উত্তোলনকারী। সুযোগ বুঝে অস্ত্রের মুখে জিম্মি করে তোলা হয় গাড়িতে। ছিনিয়ে নেয়া হয় সব টাকা। বাধা দিলেই করা হতো অমানবিক নির্যাতন। পরে ফেলে দেয়া হয় নির্জন কোনো স্থানে,
এভাবেই গত ৫-৭ বছর ধরে ডাকাতি করে আসছিল একটি চক্র। ৭ জনকে গ্রেফতারের পর পুলিশ বলছে, চক্রের সদস্য সংখ্যা কমপক্ষে ১৭ জন। চক্রের সদস্যরা এমএনপি বা মোবাইল নম্বর পোর্টেবেলিটি ব্যবহার করায় তাদের ধরতে বেগ পেতে হয়েছে পুলিশকে।