মহামারি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে ইসরায়েল
করোনাভাইরাস মহামারির পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে ইসরায়েল। প্রায় অর্ধেক জনগোষ্ঠীকে ভ্যাকসিন দেয়ার ফলে দেশটির অর্থনীতি খুলে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খবর আল জাজিরার। রোববার থেকে ইসরায়েলের দোকানপাট, জিম ও থিয়েটার খুলে দেয়া হয়েছে।
তবে যারা ভ্যাকসিন নিয়েছেন ও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন শুধুমাত্র তারাই জিম ও থিয়েটারে প্রবেশের অনুমতি পাবেন। ‘গ্রিন পাস’ অ্যাপের মাধ্যমে অনুমতির ব্যবস্থা করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই অ্যাপ তৈরি করেছে যা নাগরিকদের ব্যক্তিগত চিকিৎসা নথির সঙ্গে সংযুক্ত।