![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2017%252F11%252F24%252F950cbe421ffc9b094b245983fc7f4a88-5a17a82bf358a.jpg%3Foverlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
হল খুলে দিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আলটিমেটাম
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ২৩ ফেব্রুয়ারি খুলে দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে হল খুলে দেওয়া না হলে তাঁরা আবার আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার রাতে তাঁরা এই ঘোষণা দেন।