কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জমি দখল যখন সাংসদের ‘ব্যক্তিগত’ বিষয়

প্রথম আলো এ কে এম জাকারিয়া প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩০

সাংসদ হলে সম্পদ বাড়ে, এটা আমরা জানি। সাংসদ মোয়াজ্জেম হোসেনেরও বেড়েছে। তিনি সুনামগঞ্জ-১ আসনের (ধরমপাশা, তাহিরপুর, জামালগঞ্জ) সাংসদ। টানা ১২ বছর ধরে সাংসদ তিনি। ২০০৮ সালে প্রথমবার তিনি যখন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন, তখন তাঁর নিজের গ্রাম ধরমপাশা উপজেলার নওধারে একটি টিনশেড বাড়ি ছাড়া আর কিছুই ছিল না। সেটাও পিতার কাছ থেকে পাওয়া।

তিন মেয়াদের এই সাংসদ এখন নিজের গ্রাম, উপজেলা ও জেলায় তিন-তিনটি বাড়ির মালিক। ঢাকার গুলশানে রয়েছে ফ্ল্যাট। মালিক হয়েছেন দুটি গাড়ির। আগের তুলনায় কৃষিজমি বেড়েছে ৫২৩ একর, অকৃষি জমি বেড়েছে ৮ একরের বেশি। এগুলো ঘোষিত সম্পদ। এর বাইরে তাঁর সম্পদের আরও যে তথ্য পাওয়া যায়, সেগুলোকে অবশ্য এখন পর্যন্ত অভিযোগ হিসেবেই বিবেচনা করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও