You have reached your daily news limit

Please log in to continue


তাইওয়ানের উপকূলে চীনের বিমান মহড়া অব্যাহত

বিতর্কিত দক্ষিণ চীন সাগরে, তাইওয়ান নিয়ন্ত্রিত প্রোটাস দীপাঞ্চলের ওপর দিয়ে চীনের জঙ্গি ও বোমারু বিমানগুলি মহড়ায় অংশ নিলে, তাইওয়ানের বিমান বাহিনী দ্বিতীয় দিনের মতো সর্বোচ্চ সতর্ক অবস্থা গ্রহণ করেI বেইজিং, যারা তাইওয়ানকে এখনো তাদের অঞ্চল বলে দাবি করে, সাম্প্রতিক মাসগুলিতে তাইওয়ানের প্রতিরক্ষা চিহ্নিতকরণ জোনের কাছে বারংবার মহড়া দিয়েছেI তাইওয়ানের প্রতিরক্ষা দপ্তর জানায়, শুক্রবার, ৯টি জঙ্গিবিমান এবং শনিবার ১১টি বিমান মহড়ায় অংশ নেয়, যে মহড়ায় অন্তর্ভুক্ত ছিল ৮টি জঙ্গি বিমান, ২টি পরমাণু বোমা বহনযোগ্য বোমারু বিমান এবং একটি ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিনI
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন