You have reached your daily news limit

Please log in to continue


করোনার ভিনদেশি স্ট্রেনের দাপট বাড়ছে জাপানে

ব্রিটেন বা দক্ষিণ আফ্রিকার স্ট্রেন নয়, ভিন্ন চরিত্রের ‘ই৪৮৪কে’ নামে অন্য এক স্ট্রেনে কমপক্ষে ৯১জন জাপানে করোনায় আক্রান্ত হওয়ায় খবর পাওয়া গেছে। স্ট্রেনটি যে ভিনদেশি, তা নিয়ে কোনও সংশয় না থাকলেও ঠিক কোথা থেকে এর উৎপত্তি তা নিয়ে এখনও দ্বিধায় বিশেষজ্ঞরা। খবর আনন্দবাজার পত্রিকার। পূর্ব জাপানের কান্তো এলাকাতেই এই স্ট্রেনের হদিস মিলেছে বলে দেশটির স্বাস্থ্য দফতর সূত্র জানিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন