জমানো টাকায় ভাষার প্রতি শিশুদের ভালোবাসা
                        
                            জাগো নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১, ২১:২২
                        
                    
                রাত পোহালেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাই গ্রামের শিশুদের মাঝে এক অন্যরকম আমেজ তৈরি হয়েছে। কয়েকটি বাড়ি ঘুরে কলাগাছ সংগ্রহ শেষে নিজেদের জমানো টাকায় বাকি উপকরণ ক্রয় করে গড়ে তুলেছে অস্থায়ী মিনার। রঙিন কাগজে মুড়িয়ে কলাগাছের মাথায় লাগানো হয়েছে লাল সবুজের জাতীয় পতাকা। 
পাটের সুতলি ও আঠা দিয়ে আটকে দেয়া হয় রঙিন কাগজগুলো। এতেই তৈরি হয় ভাষার প্রতি ক্ষুদে শিশুদের ভালোবাসার এক পরিবেশ। গাজীপুরের শ্রীপুরে অজপাড়াগাঁ মাওনা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামে শিশুদের এই উৎসব ঘিরে এলাকায় এখন ভাষা দিবসের আমেজ।