![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F18948f7a-fe6e-470f-aaf3-f3afe26002b7%252F2_barishal_photo_46_2002400bar_4.jpg%3Frect%3D0%252C0%252C2000%252C1050%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
শ্রমিকদের ধর্মঘট আর শিক্ষার্থীদের অবরোধে বন্ধ ২১ রুটের বাস, যাত্রীদের ভোগান্তি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় দুই পরিবহনশ্রমিককে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁদের মুক্তির দাবিতে দক্ষিণাঞ্চলের ২১ রুটে বাস চলাচল বন্ধের ডাক দিয়েছে বাস মালিক ও শ্রমিক ইউনিয়ন। অন্যদিকে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও আসামিদের নাম উল্লেখ করে মামলা দায়ের এবং অনাবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তাসহ তিন দফা দাবিতে আজ শনিবার সকাল থেকে আবার মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।