পাম্পিং স্টেশনের ছাদে সবুজ উদ্যান
নীচে পাম্পিং স্টেশন। ছাদে সবুজ উদ্যান। কলকাতার পরিবেশ রক্ষায় সবুজ বাঁচাতে এই উদ্যোগ কলকাতা পুরসভার। কলকাতা পরিবেশ উন্নয়ন প্রকল্পে পার্ক সার্কাস এলাকার জেজে খান রোডে পুরসভার পাম্পিং স্টেশনের ছাদে গড়ে তোলা হয়েছে এ রকমই একটি সুসজ্জিত পার্ক। তারই একাংশে তৈরি হয়েছে শিশু উদ্যানও। উদ্যানের শোভা বাড়াতে লাগানো হয়েছে নানা ফুল গাছ।
মন্ত্রী জাভেদ খান জানান, এই পার্কে নাগরিকেরা প্রাণ খুলে অক্সিজেন নিতে পারবেন। শিশুদের কথা মাথায় রেখে পার্কটিকে সুন্দর করে সাজানো হয়েছে। প্রায় আট হাজার বর্গফুট এলাকা জুড়ে এই উদ্যান গড়ে উঠেছে। সেই সঙ্গে তাঁর মন্তব্য, 'এই পার্কে ডালিয়া, জিনিয়া,
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ছাদে বাগান
- সবুজ