কোভিড: নকল ওয়েবসাইট বানিয়ে তথ্য চুরির ফাঁদ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪২
করোনাভাইরাস সংক্রান্ত তথ্য জানাতে তৈরি সরকারি ওয়েবসাইটের আদলে নকল পোর্টাল বানিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার ফাঁদ পেতেছে হ্যাকাররা। বাংলাদেশ সরকারের ওয়েবসাইট corona.gov.bd এর মত হুবুহু দেখতে ওই পোর্টালের ঠিকানা corona-bd.com; সেখানে আবার অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাওয়ার জন্য আবেদন করার প্রলোভন দেখানো হচ্ছে।