![](https://media.priyo.com/img/500x/https://www.somoynews.tv/img/upload/medium/padma-bridge-264962.jpg)
যান চলাচলের জন্য দ্রুত উপযোগী হচ্ছে পদ্মা সেতু
সময় টিভি
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:২১
পদ্মা সেতুর বেশিরভাগ রেলওয়ে ও রোড স্ল্যাব বসে গেছে। যুক্ত হচ্ছে সংযোগ সড়কও। ক্রমেই দৃশ্যমান পূর্ণাঙ্গ কাঠামো। দ্রুত উপযোগী হচ্ছে যান চলাচলের জন্য। সেতুর নিচতলা, উপর তলায় বসছে স্ল্যাব। ২৯শ ৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ২ হাজার ৩৫২ এবং ২ হাজার ৯১৭ টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১ হাজার ৮২০ টি স্ল্যাব বসে গেছে।