![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F13813576-5eaa-4a14-8181-a7279f50eee5%252Fcourt_01.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বগুড়ায় ছাত্রলীগ নেত্রীকে লাথি মেরে ভ্রূণ হত্যার মামলায় এসআই কারাগারে
বগুড়ায় ছাত্রলীগ নেত্রীর করা যৌতুক দাবি ও পেটে লাথি মেরে ভ্রূণ নষ্টের মামলায় পুলিশের উপরিদর্শক (এসআই) ইফতেখায়ের মো. গাউসুল আজমকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন তিনি। আদালতের বিচারক নুর মোহাম্মদ শাহরিয়ার কবির জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভ্রূণ
- যৌতুক দাবি