![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2021/02/17/125704d371b0c3-262a-406a-bac4-56652ed488d2_9159ea92.jpg)
চীনের সংখ্যালঘুদের ২৫টি ভাষা বিলুপ্তির মুখে
চীনের অনেক আঞ্চলিক ভাষা এখন বিলুপ্তির মুখে। সম্প্রতি এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংগঠন আটলাস অব দ্য ডেঞ্জার এর উপর ভিত্তি করে ওয়েবসাইট ওয়ার্ডফাইন্ডারের সমীক্ষা অনুসারে, ২৫ টি ভাষা এখন বিপন্ন।
ভাষা বিলুপ্ত হওয়ার তালিকায় চীনের অবস্থান এখন সপ্তম। এই তালিকায় আরো আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ৮২টি, ব্রাজিলের ৪৫টি, অস্ট্রেলিয়ার ৪২টি, ভারতের ৪১টি, ইন্দোনেশিয়ার ৩২টি এবং কানাডার ৩০টি ভাষা। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, বিশ্বে এখন ৬ থেকে ৭ হাজার ভাষা আছে। ১০০ বছর আগে যার সংখ্যা ১০ হাজার ছিল বলে মনে করা হতো।