
পশ্চিম তীরে আওদাহর মৃতদেহ ফেরত চেয়ে অনশনে ফিলিস্তিনি নারীরা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৫, ২১:২০
ইসরায়েলি এক অবৈধ বসতি স্থাপনকারীর গুলিতে নিহত ফিলিস্তিনি শিক্ষক ও অধিকারকর্মী আওদাহ হাতালিনের মৃতদেহ ফেরতের দাবিতে অনশন করছেন ৬০ জনের বেশি ফিলিস্তিনি নারী। পশ্চিম তীরের হেবরনের দক্ষিণের গ্রাম উম আল-খাইরে এই অনশন শুরু হয়েছে গত বৃহস্পতিবার। এরই মধ্যে দুজন নারীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
৩১ বছর বয়সী আওদাহ ছিলেন ইংরেজি শিক্ষক এবং চলতি বছরের অস্কারজয়ী প্রামাণ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর পরামর্শক। গত ২৮ জুলাই ইসরায়েলি বসতি স্থাপনকারীর গুলিতে আহত হওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হলে মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। পরে তাঁর মৃতদেহ নেওয়া হয় জাফার আবু কাবির ফরেনসিক ইনস্টিটিউটে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ফিলিস্তিনি
- ফিলিস্তিনি নিহত