বাংলাদেশের বাজারে ফাইভ সিরিজের নতুন সেডান গাড়ি নিয়ে এসেছে বিএমডব্লিউ এশিয়া এবং এক্সিকিউটিভ মটরস লিমিটেড। নতুন এই গাড়ির মূল্য ১ কোটি ১৮ লাখ টাকা থেকে শুরু। এ ছাড়া ৫ বছরের বিক্রয়োত্তর সেবা ও ৬০ হাজার কিলোমিটার পর্যন্ত বিনা মূল্যে যন্ত্রাংশ, সার্ভিসিং, পুনঃসংযোজন এবং রক্ষণাবেক্ষণ–সুবিধা থাকছে।
রাজধানীর তেজগাঁওয়ে বিএমডব্লিউ প্রদর্শনী কেন্দ্রে আজ মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে এক্সিকিউটিভ মটরসের পরিচালক (অপারেশনস) মো. শামসুল আরেফীন বলেন, বিএমডব্লিউর নতুন গাড়ির বাইরের নকশার পাশাপাশি অভ্যন্তরেও নতুনত্ব এসেছে। ফাইভ সিরিজের এই গাড়িতে প্লাগইন হাইব্রিড প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে, যা একই সঙ্গে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। তিনি বলেন, জার্মানিতে প্রস্তুত এই জেনারেশনের ছয় লাখ ফাইভ সিরিজ সেডান বিশ্বব্যাপী বিক্রি হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.