বিল বকেয়া, ছাতক সিমেন্ট কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
উৎপাদন বন্ধ থাকা ছাতক সিমেন্ট কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে জালালাবাদ গ্যাস। প্রায় ৩১ কোটি টাকা বিল বাকি থাকায় সোমবার (১৫ ফেব্রুয়ারি) গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।
জালালাবাদ গ্যাস সূত্রে জানা যায়, ছাতক সিমেন্ট কারখানার কাছে বকেয়া গ্যাস বিল বাবদ প্রায় ৩১ কোটি টাকা পায় জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। বকেয়া বিল পরিশোধের জন্য সিমেন্ট কারখানা কর্তৃপক্ষকে কয়েকবার লিখিত তাগিদও দেয়া হয়। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বিল পরিশোধ করেনি। ফলে সোমবার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।