![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252Fb8973d64-dbb5-4d3f-acc5-5c8a0e99db81%252Fea9d00d79e6e4dac5806fa37f3559452_5c8b3a993a76d.jpg%3Frect%3D0%252C0%252C640%252C336%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
রাইডশেয়ারে অর্থনীতিতে যোগ হচ্ছে ৮৩৪২ কোটি টাকা
প্রথম আলো
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০০
অ্যাপভিত্তিক যাত্রী পরিবহন (রাইডশেয়ার) সেবার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ঢাকা, চট্টগ্রামসহ জেলা শহরেও ছড়িয়ে যাচ্ছে রাইডশেয়ার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, প্রতিবছর রাইডশেয়ারের মাধ্যমে অর্থনীতিতে 8 হাজার ৩৪২ কোটি টাকা যোগ হচ্ছে। এর মধ্যে মোটরসাইকেল থেকে যোগ হচ্ছে ৭ হাজার ২৪৯ কোটি টাকা। ১ হাজার ৯৩ কোটি টাকা যোগ হচ্ছে কার থেকে। যদিও নতুন এসব খাতের অবদান বছর শেষে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধিতে যোগ হচ্ছে না।