শাবিতে মার্চে হল খোলার প্রস্তুতি
একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এবার শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খোলার প্রস্তুতি নিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) প্রশাসন।
সম্প্রতি মাস্টার্স ও অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে একাডেমিক কার্যক্রমে ফেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আগামী মাসে আমাদের হল খোলার প্রত্যাশা রয়েছে। বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ শতাংশের নিচে। তাছাড়া, সরকারও শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে ভাবছে। সরকার শিগগিরই ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলে আমার প্রত্যাশা। তবে, সরকার সিদ্ধান্ত না নিলে আমরা হল খুলতে পারব না।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেলে গত বছরের ১৮ মার্চ থেকে শাবির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। তবে শিক্ষার্থীদের সেশনজট থেকে মুক্ত করতে গত ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জরুরি সভায় হল না খুলে দুই ধাপে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।