পূজায় মাইক ভাড়া বন্ধে পুলিশের নির্দেশ, সমালোচনায় পরিবর্তন

ডেইলি স্টার সিলেট মেট্রোপলিটন পুলিশ কার্যালয় (এসএমপি) প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৩

হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ মঙ্গলবার। এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনার বাইরেও আলাদা একটি চিঠিতে পূজা উপলক্ষে মাইক ও লাউডস্পিকার ভাড়া না দিতে গত শনিবার একটি নির্দেশনা জারি করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নগর বিশেষ শাখা।

এমন নির্দেশনার পর পূজা আয়োজক, সনাতন ধর্মাবলম্বী ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীসহ নানা শ্রেণীপেশার মানুষের সমালোচনার মুখে পড়ে পুলিশ।

সমালোচনার মুখে গতকাল সোমবার রাতে নতুন একটি নির্দেশনা দিয়ে কেবলমাত্র পূজামণ্ডপে সীমিত শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করার বিষয়ে জানানো হয়েছে। তবে আগের নির্দেশনা অনুযায়ী শোভাযাত্রায় সাউন্ড সিস্টেমের ব্যবহারে নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও