![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2021/Feb/1613366521_15sironam-ravi1.jpg)
আন্দোলনকারীদের নিশানা করছে সরকার? দিশার গ্রেফতারিতে প্রশ্ন কমলা হ্যারিসের ভাইঝির
পরিবেশ আন্দোলনকর্মী দিশা রবির মুক্তির দাবিতে সরব হলেন বেঙ্গালুরুর পড়ুয়া, সঙ্গীতশিল্পী-সহ রাজধানী দিল্লির বিশিষ্টদের একাংশ। তাঁর মুক্তি চেয়ে মুখ খুলেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইঝি মিনা হ্যারিসও।
তিনি প্রশ্ন তুলেছেন, কেন বার বার আন্দোলনকারীদেরই নিশানা করছে ভারত সরকার? দিল্লি পুলিশ তথা ভারত সরকারের বিরুদ্ধে প্রায় একই জিজ্ঞাসা দিশার মুক্তির দাবিতে সরব বিশিষ্টদের। দিশার গ্রেফতারিকে গণতন্ত্রের উপর অপ্রত্যাশিত হামলা বলে আখ্যা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পরিবেশ
- আন্দোলন কর্মসূচি