জিয়ার উপাধি বাতিলের ফল উল্টো হতে পারে
জিয়ার উপাধি বাতিল করে, পাকিস্তানপন্থী বলে সাময়িক স্বস্তি পাওয়া যেতে পারে, কিন্তু আখেরে কোনো লাভই হবে না। বাতিল করলে বরং জিয়া সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে। জিয়াকে মরণোত্তর নির্যাতিত ও নিপীড়িত একজন নেতা হিসেবে বিবেচনা করবে মানুষ। লিখেছেন মারুফ মল্লিক।