দলের পরিস্থিতি যেমনই থাকুক, ব্যাটিংয়ে নেমে ম্যাচের মোড় পাল্টে দেওয়ার সামর্থ্য আছে রিশাভ পান্তের। অস্ট্রেলিয়া সফরে এর প্রমাণও মিলেছে। ভারতীয় তরুণ এই কিপার-ব্যাটসম্যানের ক্রিকেট মেধায় মুগ্ধ প্যাট কামিন্স।