দেওবন্দ মাদ্রাসায় ক্লাস চালু!
প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ। দীর্ঘ ১১ মাস পর দারুল উলুম দেওবন্দে ফের শিক্ষা কার্যক্রম চালু করেছে কর্তৃপক্ষ। খবর উর্দু গণমাধ্যম আসরে হাজির।
খবরে বলা হয়, ‘করোনার কারণে দীর্ঘ ১১ মাস বন্ধ থাকার পর অবশেষে খোলা হয়েছে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ ইসলামী বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ। উত্তর প্রদেশ প্রশাসন থেকে দিকনির্দেশনা পেয়ে দীর্ঘ ১১ মাস পর শিক্ষা কার্যক্রম চালু করেছে দারুল উলুম দেওবন্দ। তবে আবাসিক কার্যক্রম এখনো শুরু হয়নি।