যুবসমাজের ‍সুরক্ষায় দৃষ্টি দিতে আনসারদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বিডি নিউজ ২৪ গণভবন প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৭

সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের সঙ্গে যেন দেশের যুবসমাজ সম্পৃক্ত হতে না পারে সেজন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বিশেষভাবে দৃষ্টি দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশ-২০২১ এর কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আরেকটা বিষয়ে আপনারা অবদান রেখে যাচ্ছেন এবং এটা আপনাদের করে যেতেই হবে। যেমন বাল্যাববাহ রোধ করা, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ। আমাদের দেশের যুবসমাজ যেন এর সঙ্গে সম্পৃক্ত না হয় এ ব্যাপারে বিশেষ ভূমিকা আপনারা রেখে যাচ্ছেন এবং আরও এটা রাখা প্রয়োজন। এর জন্য বিভিন্ন তথ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শন থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো আপনাদের করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও