মেলা থেকে মাছ নিয়ে শ্বশুরবাড়ি যেতে হয় জামাইদের
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৮শ’ বছরের পুরোনো ‘কুড়িখাই’ মেলা শুরু হয়েছে। আধ্যাত্মিক সাধক হযরত শাহ সামছুদ্দীন আউলিয়া সুলতানুল বুখারীর (রহ:) মাজারে বার্ষিক ওরসকে কেন্দ্র করে সপ্তাহ ব্যাপী এ মেলায় রকমারি পণ্যের পাশাপাশি দর্শনার্থীদের নজর কাড়ছে বড় মাছের সমাহার।
এ এলাকার রীতি অনুযায়ী মেলা থেকে মাছ কিনে শ্বশুর বাড়িতে যেতে হয় জামাইদের। ভিন্নধর্মী এ মেলা সোমবার (৮ ফেব্রুয়ারি) শুরু হয়ে চলবে রোববার (১৪ ফেব্রুয়ারী) পর্যন্ত। মেলার শেষ দিনে থাকছে বউ মেলা। যেদিন মেলার পুরো নিয়ন্ত্রণ থাকে নারীদের কাছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শ্বশুরবাড়ি
- জামাই
- মাছের মেলা