শিক্ষার্থীদের গণআত্মহত্যার হুমকি, বেরোবি শিক্ষিকার জিডি
এবার নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের কোর্স শিক্ষক মৌটুসী রায়। কম নম্বর দেয়ার অভিযোগ তুলে ওই শিক্ষিকার মোবাইল ফোনে গণহারে আত্মাহুতির হুমকি দিয়ে শিক্ষার্থীরা ক্ষুদে বার্তা পাঠানোয় তাজহাট থানায় সাধারণ ডায়রি করেন ওই শিক্ষিকা।
তাজহাট থানা জানিয়েছে, সোমবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টায় ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মৌটুসী রায় বিষয়টি লিখিতভাবে জমা দিলে সেটি ৩৪১ নম্বর সাধারণ ডায়রি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।