আপনার মুখ দেখলেই কাজ করবে এটিএম!
ইত্তেফাক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৪
নতুন বছরের শুরুতেই চমক দেখালো ইন্টেল। এবার নতুন ফেশিয়াল রিকগনিশন সিস্টেম Intel RealSense ID বাজারে ছাড়লো। বিশ্ববাসীকে নিখুঁত ফেশিয়াল অথেন্টিকেশন দিতে এই অন-ডিভাইস সলিউশনে থাকছে অ্যাক্টিভ ডেপথ সেন্সর এবং নিউরাল নেটওয়ার্ক।
ব্যাংকের এটিএম থেকে শুরু করে কিয়স্ক, পয়েন্ট অফ সেল এবং স্মার্টলুকে কাজে আসবে অত্যাধুনিক এই প্রযুক্তি। ইন্টেল-এর পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন এই প্রযুক্তি এতটাই নমনীয় যে, কয়েক মুহূর্তে যতবারই কোনও মানুষের মুখের ভঙ্গিমা বদলাবে, ততবারই ঠিকঠাক ভাবে তা ক্যাপচার করতে পারবে এই Intel RealSense ID।