আপনার মুখ দেখলেই কাজ করবে এটিএম!

ইত্তেফাক প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৩৪

নতুন বছরের শুরুতেই চমক দেখালো ইন্টেল। এবার নতুন ফেশিয়াল রিকগনিশন সিস্টেম Intel RealSense ID বাজারে ছাড়লো। বিশ্ববাসীকে নিখুঁত ফেশিয়াল অথেন্টিকেশন দিতে এই অন-ডিভাইস সলিউশনে থাকছে অ্যাক্টিভ ডেপথ সেন্সর এবং নিউরাল নেটওয়ার্ক।

ব্যাংকের এটিএম থেকে শুরু করে কিয়স্ক, পয়েন্ট অফ সেল এবং স্মার্টলুকে কাজে আসবে অত্যাধুনিক এই প্রযুক্তি। ইন্টেল-এর পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন এই প্রযুক্তি এতটাই নমনীয় যে, কয়েক মুহূর্তে যতবারই কোনও মানুষের মুখের ভঙ্গিমা বদলাবে, ততবারই ঠিকঠাক ভাবে তা ক্যাপচার করতে পারবে এই Intel RealSense ID।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও