দু'সপ্তাহের ব্যবধানে আজ, রবিবার ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়ায় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার একটি অনুষ্ঠানে হাজির থাকবেন তিনি। তার আগে হলদিয়াতেই একটি রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তীর সূচনা অনুষ্ঠানের পর রবিবারও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে নবান্ন সূত্রের খবর, এই অনুষ্ঠানে থাকছেন না মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিজেও এ নিয়ে কোনও মন্তব্য করেননি। তাঁর দপ্তর সূত্রেও অনুপস্থিতির কোনও কারণ ব্যাখ্যা করা হয়নি। তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, ভিক্টোরিয়ার ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই এদিন থাকছেন না মুখ্যমন্ত্রী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.