কাশ্মীরে দেড় বছর পর ইন্টারনেট চালু
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে দীর্ঘ দেড় বছর পর ইন্টারনেট সেবা চালু হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) স্থানীয় সরকারের মুখপাত্র রোহিত কানসাল বলেন, পুরো জম্মু-কাশ্মীরে ফোর-জি মোবাইল ইন্টারনেট সার্ভিস পুনরায় চালু করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
২০১৯ সালের আগস্টে ভারত সরকার মুসলিম অধ্যুষিত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর সেখানে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছিল।