মার্কিনিদের স্বাস্থ্য তথ্য হাতিয়ে নিতে চীনের প্রচেষ্টার ব্যাপারে সতর্কতা
দিনের পর দিন ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার সম্পর্কের অবনতি হচ্ছে।এ অবস্থায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টার (এনসিএসসি) সতর্ক করে দিয়ে বলেছে, মার্কিনিদের স্বাস্থ্য বিষয়ক তথ্য, বিশেষ করে ডিএনএ সম্পর্কিত তথ্য হাতিয়ে নিতে চীনের কমিউনিস্ট পার্টির যে প্রচেষ্টা, করোনাভাইরাস মহামারির সময়ে এসে তা আরো বেড়ে গেছে।
এনসিএসসি বলছে, বছরের পর বছর ধরে পিপল'স রিপাবলিক অব চায়না (পিআরসি) যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বাস্থ্য বিষয়ক তথ্য সংগ্রহ করছে। বৈধ ও অবৈধভাবে তারা এসব তথ্য সংগ্রহ করছে সবাইকে নিয়ন্ত্রণ করার মতলবে।