![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/Bagerhat-2102040609.jpg)
কলেজছাত্রীকে অপহরণের চেষ্টায় বিরিয়ানিতে ওষুধ মিশিয়ে খাওয়ানো হলো পরিবারকে
প্রায় এক বছর ধরে এক কলেজছাত্রীকে উত্যক্ত করে আসছিল বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পদ্মডাঙ্গা গ্রামের উজ্জল ঢালী। বিয়ের প্রস্তাব দিলেও রাজি হয়নি ওই ছাত্রী। তাই অপহরণ করেই তাকে বিয়ে করতে চেয়েছিলেন উজ্জ্বল।
সেই ভাবনা থেকে বিরিয়ানীর সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে ওই কলেজছাত্রীর পরিবারের চার সদস্যকে অচেতন করেন তিনি। আর একটু সময় পেলে তার পরিকল্পনা সফলও হতো। এক প্রতিবেশি হঠাৎ বাড়িতে ঢুকে এলোমেলোভাবে পরিবারের সবাইকে পড়ে থাকতে দেখে গৃহকর্তাকে ফোন দেন। এতে পুরো পরিকল্পনা ওলটপালট হয়ে যায়।