![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F34799b38-2fdf-4faa-a957-b18bd9d90555%252Ffeni.png%3Frect%3D0%252C107%252C1600%252C840%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
স্ত্রী ও শ্যালিকার নামে বিধবা ভাতার কার্ড করালেন ইউপি সদস্য
তিনি জীবিত থাকতেই স্ত্রীর নামে বিধবা ভাতার কার্ড করেছেন। সুস্থ ছেলে ও শ্যালকের নামে কার্ড করিয়ে তুলছেন প্রতিবন্ধী ভাতা। এখানেই শেষ নয়, স্বামী থাকা সত্ত্বেও নিজের দুই শ্যালিকার নামেও বিধবা ভাতার কার্ড করে টাকা তুলেছেন। বাদ যায়নি শ্বশুর, শাশুড়িও। তাঁদের নামেও বয়স্ক ভাতার কার্ড করেছেন।
এভাবে সরকারি সহায়তার ভাতা তুলছেন ফেনীর ফুলগাজীর দরবারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামরুজ্জামান। সরকারি ‘ভাতাপ্রেমী’ এই ইউপি সদস্য ২০১৬ সাল থেকেই নিজের পরিবারের সদস্যদের নামে সাতটি কার্ড করিয়ে ভাতা তুলেছেন। তবে পরিবারের সদস্যরা এ কথা জানতেন না বলে দাবি করেছেন।