মরদেহ কাঁধে ২ কিলোমিটার হেঁটে গেলেন নারী পুলিশ
ভারতের অন্ধ্র প্রদেশে ধান খেতে অজ্ঞাত এক মরদেহ পড়েছিল। সেই লাশের শেষকৃত্যের জন্য কিছু লোক প্রয়োজন ছিল। কিন্তু কেউ তা দেখে এগিয়ে আসেননি। খবর পেয়ে ছুটে আসেন এক নারী পুলিশ কর্মকর্তা। ওই নারী পুলিশ কর্মকর্তা লাশের খাটিয়ার এক পাশ ধরেন। তাকে দেখে এক ব্যক্তি আরেক পাশ ধরেন। আর এই মরদেহ সৎকারের জন্য কাঁধে তুলে দুই কিলোমিটার হেঁটে গেলেন ওই নারী পুলিশ কর্মকর্তা।
ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলার পালাসা শহরে এ ঘটনাটি ঘটেছে। পরে এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। নেটিজেনরা ওই নারী কর্মকর্তার প্রশংসা করছেন। জানা গেছে, এই নারী পুলিশ কর্মকর্তার নাম কে সিরিশা। তিনি অন্ধ্র প্রদেশের পালাসাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মরদেহ
- নারী পুলিশ
- সৎকার
- পায়ে হেঁটে