![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252F97140bb1-c725-4ed5-b51f-de13fa20296e%252FNarayangonj_DH0780_20210203_narayanganj2.jpg%3Frect%3D0%252C60%252C1091%252C573%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
সিদ্ধিরগঞ্জে বন্ধ কারখানার শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের কুনতং অ্যাপারেলস লিমিটেডের (ফ্যাশন সিটি) শ্রমিক-কর্মচারীদের পাওনা অবিলম্বে পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে নগরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শ্রমিকনেতারা বলেন, আদমজী ইপিজেডের কুনতং অ্যাপারেলস লিমিটেড (ফ্যাশন সিটি) গত জানুয়ারি থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে গত ১১ সেপ্টেম্বর থেকে লে-অফ করে ৪ মাস শ্রমিকদের লে-অফের টাকা মোট মজুরির এক-চতুর্থাংশ দেওয়া হয়। এতে শ্রমিকেরা পরিবার-পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন যাপন করেছেন।