কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মহামারিতেও রেকর্ড পরিমাণ কল্যাণ সুবিধা পেয়েছেন শিক্ষক-কর্মচারীরা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪১

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট জানিয়েছে, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মহামারীর মধ্যেও গত কয়েক মাসে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার অর্থ দেয়া হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) এক গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি কল্যাণ ট্রাস্ট এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে (বেসরকারি) কর্মরত পাঁচ লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর অবসরকালীন সেবাদানকারী প্রতিষ্ঠান। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় যেখানে পুরো দেশ স্তব্ধ তখন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক দুর্দশার কথা বিবেচনা করে ট্রাস্টি বোর্ডের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুর তত্ত্বাবধানে জীবনের ঝুঁকি নিয়ে কল্যাণ ট্রাস্টের সব কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও