You have reached your daily news limit

Please log in to continue


নতমস্তকে প্রণাম লোকাল ট্রেনকে, যাত্রীর ভাইরাল ছবি ঘিরে শোরগোল নেটদুনিয়ায়

লোকাল ট্রেনের সামনে নতমস্তকে বসে রয়েছেন এক ব্যক্তি। যেন শতকোটি প্রণাম জানাচ্ছেন তিনি। ভাইরাল এই ছবি ঘিরে শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। কিন্তু, কেন তিনি এভাবে বসে রয়েছেন? কার উদ্দেশেই বা তাঁর প্রণাম? টুইটার পোস্টে লেখা রয়েছে, একমাত্র মুম্বইয়ের বাসিন্দারাই এই আবেগ বুঝতে পারবেন। প্রায় ১০ মাস পর চালু হয়েছে মুম্বইয়ের লোকাল ট্রেন পরিষেবা (Mumbai Local Train Service)। নিত্যযাত্রীদের কাছে এর চেয়ে বড় সুখবর আর হতেই পারে না। দীর্ঘ লকডাউনে কর্মস্থলে যাতায়াতের একমাত্র এক মাধ্যম বন্ধ থাকায় সমস্যায় পড়েছিল অসংখ্য মানুষ। তাই লোকাল ট্রেন চালু হতেই আবেগ আর ধরে রাখতে পারেননি কেউই। এই ব্যক্তিও তাই মাথা নত করে প্রনাম জানিয়েছেন শহরের একমাত্র লাইফলাইনকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন