কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বগুড়ায় ১০ বছরে ভাঙা পড়ল ৩১টি সিনেমা হল, শেষ আঘাত সিকতায়

প্রথম আলো ধুনট প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৪

পুণ্ড্রনগরখ্যাত বগুড়ায় বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সিনেমা হল। আগে শুধু বগুড়া শহরেই সিনেমা হল ছিল ১০টি। আর গোটা জেলায় সিনেমা হলের সংখ্যা ছিল ৩৮। তবে গত ১০ বছরে ভাঙা পড়েছে ৩১টি সিনেমা হল। এখন জেলায় সিনেমা হলের সংখ্যা সাত। তবে এগুলো বন্ধ। জেলা শহরে আছে দুটি সিনেমা হল। তা–ও চালু নেই। সংস্কারের জন্য একটি সিনেমা হল তিন বছর ধরে বন্ধ। অন্যটিতে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে তালা ঝুলছে।

সর্বশেষ করোনাভাইরাসের প্রভাবে লোকসানের মুখে ভেঙে ফেলা হচ্ছে ধুনট উপজেলা সদরের ‘সিকতা সিনেমা হল প্রাইভেট লিমিটেড’। গতকাল মঙ্গলবার এ সিনেমা হল ভাঙার কাজ শুরু হয়েছে। এতে ২৮ বছরের পুরোনো এই রুপালি পর্দা থেকে চিরতরে আলো নিভে যাচ্ছে। সিনেমা হল ভেঙে সেখানে বিপণিবিতান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। হলটির মালিক বলছেন, মানসম্মত চলচ্চিত্রের অভাবে দর্শকেরা হলবিমুখ হয়ে পড়ছেন। এ কারণে সিনেমা হলের ব্যবসা মন্দা। তাই লোকসানের মুখে সিনেমা হল ভেঙে বিপণিবিতান গড়ে তোলা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও