![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-02%252Fccbda68c-8ba5-47ed-a8fb-af8936467225%252FBogura_DH0493_20210203_20210203124101_IMG_5741.JPG%3Frect%3D0%252C35%252C1920%252C1008%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
বগুড়ায় ‘বিষাক্ত’ মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৪, হোমিও দোকানে অভিযান
বগুড়ায় ‘বিষাক্ত’ মদ খেয়ে ১৬ জনের প্রাণহানির ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর থানা-পুলিশ ওই চারজনকে গ্রেপ্তার করে। আজ বুধবার থানা চত্বরে এক সংবাদ বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহরের ফুলবাড়ি এলাকার পি এম (পারুল মেডিকেল) হোমিও ল্যাবরেটরির অন্যতম মালিক ও সদরের ছোট কুমিড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ নুরুন্নবী (৫৮), শহরের গালাপট্টি এলাকার হাসান হোমিও হলের কর্মচারী ও শহরের আকাশতারা এলাকার বাসিন্দা আবু জুয়েল (৩৫), গালাপট্টি এলাকার মুন হোমিও হলের মালিক আবদুল খালেক এবং করতোয়া হোমিও হলের মালিক ও শহরের নাটাইপাড়া এলাকার বাসিন্দা শাহিদুল আলম (৫৫)।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে