বায়ুদূষণ রুখতে পুরনো গাড়ি বাতিল, বাজেটে ঘোষণা সীতারমনের
বায়ুদূষণ রুখতে পদক্ষেপ করল মোদী সরকার। রাস্তায় পুরনো গাড়ি বাতিল করা হবে, দশকের প্রথম বাজেট (Budget 2021) পেশ করতে গিয়ে এ কথা জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। এজন্য কেন্দ্র সরকার 'ভলেন্টারি ভেহিক্যাল স্ক্র্যাপিং পলিসি' (স্বেচ্ছায় যান বাতিল নীতি) আনছে বলে এদিন ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
এই প্রসঙ্গে সংসদে বাজেট বক্তৃতায় সীতারমন বলেন, 'যেসব গাড়ি পুরনো ও যাতায়াতের জন্য অনুপযোগী, সেই গাড়িগুলোকে বাতিল করতে আমরা ভলেন্টারি ভেহিক্যাল স্ক্র্যাপিং পলিসি ঘোষণা করছি। এর ফলে একদিকে যেমন পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার বাড়ানো হবে, তেমনই বায়ুদূষণ ও জ্বালানি আমদানি কমবে'।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.