৪ স্পিনার, ৫ পেসারের টেস্ট দল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট সিরজের দলে কোন চমক নেই বললেই চলে। দলে অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটার দুজন, হাসান মাহমুদ ও ইয়াসির আলি চৌধুরি। দুজন ছিলেন ১১ মাস আগে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও। ওয়ানডেতে সুযোগ পেয়েই আলো ছড়ানো পেসার হাসান এবার টেস্ট অভিষেকের অপেক্ষায়। এছাড়া ১৮ জনের দলে আছেন প্রথম পছন্দের ক্রিকেটাররাই। অনুমিতভাবেই ফিরেছেন সাকিব আল হাসান, চোট কাটিয়ে ফিরেছেন সাদমান ইসলামও। লাল বলের চুক্তিতে না থাকলেও এই সিরিজে রাখা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। তবে প্রস্তুতি ম্যাচে ভালো করেও বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও পেসার খালেদ আহমেদ। ক্যারিবিয়ানদের জন্য স্পিন সহায়ক উইকেট তৈরি করা একরকম নিশ্চিত হলেও স্কোয়াডে চার স্পিনারের বীপরিতে রাখা হয়েছে ৫ জন পেসার!
সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে স্কোয়াডে সদস্য সংখ্যা ছিল ১৫। সেই ১৫ জনের সবাই আছেন এবারও। তাদের সঙ্গে যোগ হয়েছেন সাকিব আর সাদমান। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে কাজের সুবিধায় দলের সঙ্গে ছিলেন মুস্তাফিজ। স্কোয়াডের অংশ না থাকায় তিনিও ফিরলেন এই সিরিজে।