![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-01%252F24608e81-87c4-4f1a-a102-0aafeafd2076%252F08.jpg%3Frect%3D0%252C97%252C994%252C522%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F34818d86-6a38-4324-a93c-fe69fb7446b6%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26overlay_width_pct%3D1)
ভাসানচরমুখী রোহিঙ্গারা
মানসম্মত জীবনযাপন আর আধুনিক সুযোগ-সুবিধার কথা শুনে ভাসানচরের প্রতি আগ্রহ বাড়ছে কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গাদের। তাই তো নতুন জীবনের পথে যাত্রা শুরু করলেন আরও রোহিঙ্গা। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে তৃতীয় ধাপে চারটি জাহাজে করে ভাসানচরে গেছেন ১ হাজার ৭৭৮ জন রোহিঙ্গা।
শিবিরের বদ্ধ পরিবেশে কাটিয়ে এখানে খোলামেলা পরিবেশ পেয়ে খুশি তাঁরা। উদ্বাস্তু জীবনে যেটুকু সহায়সম্বল আছে, তা নিয়েই তাঁরা ভাসানচরে এসেছেন। তাঁদের নিয়ে পাঁচ হাজারেরও বেশি রোহিঙ্গা ভাসানচর এসেছেন। এখানে তাঁদের জন্য আয়-রোজগারের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন নৌবাহিনীর কর্মকর্তারা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- জীবনযাপন
- রোহিঙ্গা শরণার্থী
- রোজগার