You have reached your daily news limit

Please log in to continue


সুখী দাম্পত্যের আড়ালে নুসরাতের পরকীয়া

পরকীয়াকে সমর্থন, প্রচার বা এর গোপন তত্বের খোঁজ মিলবে না এখানে। স্বভাবতই প্রশ্ন আসতে পারে কে এই নুসরাত? পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রির দর্শকপ্রীয় নায়িকা তিনি। ‘আমি বয়সে বড় হওয়ায় কোনোদিন সুখী হতে পারনি স্মিতা?’ অশোক সান্যাল যখন স্মিতাকে এই প্রশ্ন করেন, তখন স্বামীকে উত্তর না দিয়ে পাস ফিরে শুয়ে পড়েন স্ত্রী। বিছানায় কথপোকথনকারী দু’টি চরিত্রের একজন নুসরাত জাহান এবং অপরজন আবীর চট্টোপাধ্যায়। করোনার ধকল কাটিয়ে টালিউডে মুক্তিপ্রতিক্ষিত ফিল্ম ‘ডিকশনারির’ ট্রেলারে আবীর-নুসরাতের এই দৃশ্য প্রকাশ্যে আসার পরই তা মন কেড়ে নেয় দর্শকদের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন