বছরে ১ কোটি টনের বেশি আলু উৎপাদিত হয়: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি জানিয়েছেন, বর্তমানে বছরে এক কোটি টনের বেশি উন্নত জাতের আলু উৎপাদিত হয় দেশে। আর এখন দেশে আলুর চাহিদা রয়েছে ৬০ থেকে ৭০ লাখ টনের মতো। দেশে উৎপাদিত আলুতে পানির পরিমাণ বেশি হওয়ায় বিদেশে এর চাহিদা কম। সেজন্য বিদেশে চাহিদার বিষয়টি মাথায় রেখে রফতানি ও শিল্পে ব্যবহারযোগ্য আলুর আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষি মন্ত্রণালয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) বীজ আলু উৎপাদন খামার পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।