বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথম করোনা টিকা নেবেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এর মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকাদান কর্মসূচির সূচনা হবে। সকাল ৯টায় বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে এই টিকা কর্মসূচির উদ্বোধন করা হবে।
ওই দিন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জুলফিকার আহমেদ আমিনসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা টিকা গ্রহণ করবেন। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার টিকা গ্রহণের সম্ভাবনা রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.