ঝুঁকি নয় কোনও, ইকোতে সমস্যা ধরা পড়তেই হাসপাতালে ভর্তি সৌরভ
মাত্র কুড়ি দিন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার তিন সপ্তাহ পেরোতে না পেরোতেই ফের হাসপাতালে ভরতি হতে হল প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। মঙ্গলবার থেকে কিছুটা অসুস্থতা বোধ করলেও বুধবার দুপুরে বাড়িতেই বুকে ব্যথা শুরু হয় সৌরভের। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কলকাতা পুলিশ গ্রিন করিডর করে তাঁকে পৌঁছে দেয় বাইপাসের ধারের অ্যাপোলো হাসপাতালে।
সেখানে প্রাথমিকভাবে তাঁর ইসিজি, রক্তপরীক্ষা ও ইকো করা হয়। তাতে কিছু সমস্যাও ধরা পড়েছে বলে সূত্রের খবর। এরপরই 'দাদা'কে হাসপাতালে ভর্তি করে নেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তবে, প্রথমবার হাসপাতালে ভরতির পর সৌরভের একটি স্টেন্ট বসানো হলেও ফের কবে আবার স্টেন্ট বসানো হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.