করোনাকালে সবচেয়ে বেশি আয় করেছে বার্সা

কালের কণ্ঠ এফসি বার্সেলোনা প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ১০:৩১

করোনায় ক্ষতি বেড়েই চলেছে ইউরোপিয়ান ফুটবলে। গতকাল প্রকাশিত ‘দ্য ডিলোইট ফুটবল মানি লিগ’-এর জরিপ বলছে, ২০২০-২১ মৌসুম শেষে সেরা ২০ ধনী ক্লাবের সম্মিলিত আয় কমবে দুই বিলিয়ন ইউরো বা ১.৭ বিলিয়ন পাউন্ড। ২০১৯-২০ মৌসুমেও যথেষ্ট আয় কমেছে এই ২০ দলের। সব মিলিয়ে অঙ্কটা ৯৭৬ মিলিয়ন পাউন্ড বা হাজার মিলিয়ন ইউরোর বেশি।

বার্সেলোনা বেশ ভুগছে করোনার সময়টায়। ফুটবলারদের বেতন কমাতে হয়েছে বড় অঙ্কের। মঙ্গলবার জানা গেল অন্য ক্লাব থেকে কিনে আনা ১৯ ফুটবলারের ট্রান্সফারের ১২ কোটি ৬০ লাখ ইউরো এখনো পরিশোধ করতে পারেনি কাতালানরা! যেমন—নানা শর্ত মিলিয়ে ফিলিপে কৌতিনিয়োকে লিভারপুল থেকে তারা কিনেছিল ১৬ কোটি ইউরোয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও