বরুণের হলুদমাখা ছবি তুমুল আলোচনায়
                        
                            ডেইলি বাংলাদেশ
                        
                        
                        
                         প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ১৫:১০
                        
                    
                বিয়ের বছর না হলেও বছরের শুরুটা যে ভালোই গেলো বরুণ এবং নাতাশার এ কথা সবারই জানা। ২০ বছরের বন্ধুত্ব, ১৪ বছরের প্রেমের পর অবশেষে বিয়েটা সেরেই ফেললেন অভিনেতা বরুণ ধাওয়ান ও তার কলেজের সময়ের প্রেমিকা ফ্যাশন ডিজাইনার নাতাশা দালাল। এদিকে, চোখে রোদ চশমা, পুরো মুখে মাখানো কাঁচা হলুদ।
পরনে কাপড় নেই। ঘাড়ে-বুকে লেপটে আছে হলুদ। এমনরূপে পেশি শক্তি প্রদর্শন করে ক্যামেরাবন্দি হয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে বরুণ তার ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেন। ক্যাপশনে লিখেন- হলদি অনুষ্ঠান ঠিকঠাকভাবে শেষ হলো। 
- ট্যাগ:
 - বিনোদন
 - হলুদ
 - বলিউড অভিনেতা
 - ছবি ভাইরাল
 - বরুণ ধাওয়ান