‘কথায় পটু হলে চলবে না, কাজে পটু হতে হবে’
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতের উদ্দেশে হাইকোর্ট বলেছেন, পুলিশের প্রধান দায়িত্ব হচ্ছে নাগরিকের সুরক্ষা দেওয়া; সে যে–ই হোক না কেন। কুষ্টিয়ায় যে পরিবেশ বিরাজ করছে, পত্রপত্রিকায় যেভাবে এসেছে, তা যদি বাস্তব চিত্র হয়, এটি হবে ভয়ংকর।
২০ জানুয়ারি আদালতের নির্দেশ অনুসারে আজ সোমবার সকালে এসপি তানভীর আরাফাত উপস্থিত হন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে আজ বেলা পৌনে ১১টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী শুনানি চলে। আদালতে আইনজীবীর মাধ্যমে পুলিশের এই কর্মকর্তা নিঃশর্ত ক্ষমার আরজি জানান।
আদালত কুষ্টিয়ার পুলিশ সুপারে উদ্দেশে আরও বলেন, ‘কে কোন দল, মত, আদর্শের উত্তরাধিকার, এটা বিবেচ্য বিষয় আপনার নয়। কথায় পটু হলে চলবে না, কাজে পটু হতে হবে।’