গ্যাটকো দুর্নীতি: খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি মঙ্গলবার

ডেইলি বাংলাদেশ মহানগর দায়রা জজ আদালত, ঢাকা প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২১, ১৪:০৮

গ্যাটকো দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে গঠন শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে। সোমবার সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত বছরের ২২ ডিসেম্বর মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু মামলার প্রধান আসামি খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। পরে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও