কেন্দ্র নিয়ন্ত্রণ ও এজেন্ট ধরে রাখার লড়াই
আর মাত্র দুই দিন পর চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভোট। শেষ মুহূর্তের কৌশল নির্ধারণ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন মূল প্রতিদ্বন্দ্বী নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং নেতা-কর্মীরা। প্রতিটি ভোটকেন্দ্র নিজেদের নিয়ন্ত্রণে রাখার প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। আর ভোটকেন্দ্র পর্যন্ত পোলিং এজেন্ট পৌঁছানো ও ভোট শেষ হওয়া পর্যন্ত এজেন্ট রাখার চ্যালেঞ্জ সামলাচ্ছে বিএনপি।
চট্টগ্রামে নৌকার জয় নিশ্চিত করতে চায় আওয়ামী লীগ। তাই বিদ্রোহী কাউন্সিলরদের মাঠে রেখেই নির্বাচন শেষ করতে চায় দলটি। কেন্দ্রের চাপে স্থানীয় সব নেতাও সক্রিয় হয়েছেন। আচরণবিধি লঙ্ঘন করে নৌকার পক্ষে ভোট চেয়েছেন চসিক প্রশাসক। চট্টগ্রামে থেকে নির্বাচন পরিচালনা করছেন কেন্দ্রীয় নেতাদের কয়েকজন।